এক ভাষা সেনাপতির কথা!
এক ভাষা সেনাপতির কথা | ইন্দ্রনীল মজুমদার আজ আমরা এমন একজনকে নিয়ে আলোচনা করব যিনি ছিলেন বলা যায় আদ্যন্ত গণ আন্দোলনের একজন সৈনিক। বলব- এক ভাষা সেনাপতির কথা! তৎকালীন সামন্তবাদ, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বারবার। সামন্তবাদ, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে তাঁর অবদান কোনোদিনও ভুলে যাওয়ার নয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে এই মানুষটি আজকের দিনে …